স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমেরিকার ভিসানীতি কি হবে সেটা তাদের সম্পূর্ণ নিজস্ব ও অভ্যন্তরীণ বিষয়। তারা বলেছে, যারা সুষ্ঠু নির্বাচনে বাধা বা ভণ্ডুল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে এই ভিসা নীতি প্রয়োগ করবে।
শনিবার দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইন্স ইনডোর প্লে গ্রাউন্ড উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা রেঞ্জ ডিআইজি মইনুল হক,
সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সদর উপজেলার চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান প্রমুখ।
পরে সাতক্ষীরা কালিগঞ্জের নলতা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নলতা হাইস্কুলমাঠে জনসভায় যোগ দেন তিনি।
জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশকে অশান্ত ও অন্ধকারের দিকে ঠেলে দিতে না চাইলে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
তিনি বলেন, শেখ হাসিনা ছিল বলে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ঘাতকরা চেয়েছিল বঙ্গবন্ধুর পুরো পরিবার ও সহযোগীদের হত্যা করে দেশ থেকে স্বাধীনতার চিহ্ন মুছে ফেলতে। কিন্তু শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে বদলে যাচ্ছে।
জনসভায় সভাপতিত্ব করেন নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান খোকন। সঞ্চালনায় ছিলেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোটো।
এতে সম্মানিত অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম।