শুক্রবার , ১৯ জানুয়ারি ২০২৪ | ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য অস্তিত্বহীন: ওবায়দুল কাদের

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১৯, ২০২৪ ৩:৩২ অপরাহ্ণ

নির্বাচন নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য নিয়ে আওয়ামী লীগ সামান্যতমও অস্বস্তিতে নেই। বরং স্বস্তিতে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের কাছে এসব মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, বর্জনের মধ্যেও নির্বাচন ভোটারশূন্য বা প্রতিদ্বন্দ্বিতাহীন হয়নি। আর নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সংকট কেটে গেছে। কিন্তু প্রাকৃতিক সংকট কবে কাটবে সেটাই চ্যালেঞ্জ।

নির্বাচন কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করেছে মন্তব্য করে কাদের বলেন, বিএনপির নির্বাচন বর্জন করা ছিলো দেশের সার্বভৌমত্বের বিপক্ষে। বিএনপির ষড়যন্ত্র এখনো চলছে।

‘নির্বাচন নিয়ে সংকট কাটিয়ে উঠেছে আওয়ামী লীগ। তাই অহেতুক সমালোচনা মাথায় নিলে দেশকে এগিয়ে নিতে পারবে না সরকার,’ মন্তব্য করে তিনি বলেন, সরকারের সামনে চ্যালেঞ্জ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ।

যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো করার ব্যাপারে আওয়ামী লীগ ধৈর্যশীল বলেও মন্তব্য করেন দলটির সাধারণ সম্পাদক।

তিনি বলেন, নির্বাচন নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য নিয়ে বিন্দুমাত্র অস্বস্তিতে নেই আওয়ামী লীগ, সরকার স্বস্তিতে আছে। আমরা জানি আমাদের নির্বাচন কেমন হয়েছে।

কাদের বলেন, নির্বাচনের পরেও বিএনপির নেতৃত্বে অপশক্তি নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। জনগণ গণতন্ত্রের পক্ষে অকুণ্ঠ সমর্থন দিয়েছে। এতো অপপ্রচারের পরও ৪২ দশমিক ৮ শতাংশ ভোট পরেছে।

দেশি বিদেশি নানা চক্রান্ত এখনো আছে মন্তব্য করেন তিনি বলেন, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী দেশের মানুষ অগণতান্ত্রিক শক্তিকে মেনে নেয়নি, নেবেও না।

ওবায়দুল কাদের আরো বলেন, দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গণতন্ত্রের জন্য মাইলফলক হতে যাচ্ছে।

সর্বশেষ - আন্তর্জাতিক