প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন নিয়ে আমরা সঙ্কটে পড়ে গেছি।একটা বড় দল বলছে এভাবে নির্বাচন করবে না। আরেকটা দল বলছে নির্বাচন করবে।আমরা চাই গ্রহণযোগ্য নির্বাচন।এটা অনাকাঙিক্ষত কিংবা কাঙিক্ষত যেটাই হোক। কিন্তু রাজনৈতিক পরিমন্ডলে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হোক। আমরা চাই নির্বাচনটা হোক।আমার ইচ্ছামতো হোক কিংবা আপনার ইচ্ছামতো হোক সেটি নয়। একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক এটাই আমরা চাই।
সিইসি বলেন, কারো প্রতি আমাদের অনুরাগ-বিরাগ নেই।আমাদের প্রত্যাশা সবাই নির্বাচন করবে।আমাদের শুধু একটাই কাজ, ভোটারকে তার ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়ার ব্যবস্থা করা।কোন বাক্সে ভোট যাবে, কে কাকে ভোট দেবে সেটি আমাদের বিবেচ্য বিষয় নয়। কেউ ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দিলে আমরা তা প্রতিহত করব।
সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসলামী ফ্রন্টের প্রতিনিধিদের সঙ্গে ইসির বৈঠকে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, নির্বাচন নিয়ে সঙ্কটময় পরিস্থিতি ওভারকাম করার দায়িত্বটা আমাদের নয়। বিএনপি যেটা দাবি করছে সেটি আলাপ আলোচনার মাধ্যমে প্রতিষ্ঠা করতে হবে।সংবিধান পরিবর্তন করতে হবে। কোনো পরিবর্তন আনা লাগলে সেটি দ্রুত কার্যকর হতে হবে। সেই সঙ্গে সংবিধানের সঙ্গে গড়মিল করা যাবে না।