নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত চলছে। এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন এবং ভোটার উপস্থিতি সন্তোষজনক থাকা সত্ত্বেও দেশি-বিদেশি চক্র নির্বাচন নিয়ে মিথ্যাচার চালিয়ে যাচ্ছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বঙ্গবন্ধু এভিনিউতে দলের যৌথসভা শেষে এমন মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।
মন্ত্রী বলেন, শুধু দেশেই নয় দেশের বাইরেও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। নির্বাচন বিরোধী অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ স্বাধীন নির্বাচন কমিশন গঠন করেছে। যারা কারও অধীনে কাজ করে না। আওয়ামী লীগ ক্ষমতায় এসে হত্যার রাজনীতি এবং অবৈধভাবে ক্ষমতাদখলের প্রক্রিয়া বন্ধ করেছে। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দেয়ার এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
সেতুমন্ত্রী বলেন, গণতন্ত্র, শান্তি ও নির্বাচন বিরোধী অপশক্তির বিরুদ্ধে সারা বাংলাদেশে প্রতিরোধ গড়ে তুলতে হবে। উপজেলা নির্বাচন সামনে রেখে শেখ হাসিনা সবাইকে ভোটের মাধ্যমে সাংবিধানিক অধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন বলেও জানান তিনি।