রবিবার , ৩১ ডিসেম্বর ২০২৩ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

নৌকার সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর চার কর্মী আহত

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ৩১, ২০২৩ ১২:২৮ অপরাহ্ণ

মেহেরপুর-১ আসনের মুজিবনগরে নৌকার সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর এক নারী কর্মীসহ চারজন আহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার বাগোয়ান গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান (৪৩), সাবেক ছাত্রলীগ নেতা খালিদুজ্জামান খান ডালিম (৪৬), যুবলীগ কর্মী তেলা শেখ (৪৬) ও সাবেক নারী সদস্য মুক্তা খাতুন (৩৭)।

এলাকাবাসী জানান, বাগোয়ান গ্রামের পাঠানপাড়ার নৌকার প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের একটি অফিস রয়েছে। তার দক্ষিণ পাশে মসজিদের কাছে স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নানের পথসভা চলছিলো। প্রফেসর আব্দুল মান্নানের বক্তব্যের সময় জোরে মাইক বাজাতে শুরু করে নৌকার সমর্থকরা। শহিদুল ইসলাম পেরেশান, খালিদুজ্জামানসহ বেশ কয়েক কর্মী তাদের মাইকের শব্দ কমাতে বলে। এসময় তাদের ওপর হামলা চালায় নৌকার সমর্থকরা। এতে আহত হন ডালিম, তেলা শেখ, শহিদুল ইসলাম পেরেশান ও মুক্তা খাতুন নামের এক নারী। পরে তাদের উদ্ধার করে নেয়া হয় মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান জানান, ঘটনাটি দুঃখজনক। তাদের পথসভায় এমন হামলা মেনে নেয়া যায় না। এতে তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। মুজিবনগর থানায় মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি নির্বাচন কমিশনারকে জানানো হবে বলে জানান তিনি।

মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা দাবি করেন, তাদের কর্মীদের ওপর প্রথমে হামলা হয়েছে। এমনকি অফিসের চেয়ারও ভাংচুর করা হয়। বিষয়টি নিয়ে তারাও থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দত্ত জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশের একটি দল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয়েই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। বিষয়টি নিয়ে সুষ্ঠু তদন্ত করা হবে বলে জানান তিনি।

 

 

সর্বশেষ - আন্তর্জাতিক