শুক্রবার , ৮ ডিসেম্বর ২০২৩ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

পতাকাবিহীন গাড়িতে কোটালিপাড়ায় শেখ হাসিনা

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ৮, ২০২৩ ১:৫৪ অপরাহ্ণ

রাষ্ট্রীয় প্রটোকল ছাড়াই পতাকাবিহীন ব্যক্তিগত গাড়িতে টুঙ্গিপাড়া থেকে কোটালিপাড়ায় গিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার সকালে নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে সড়কপথে কোটালিপাড়ায় পৌঁছান আওয়ামী লীগ প্রধান। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ সংসদীয় আসন থেকে গত ছয়বার নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এই আসনে প্রার্থী হয়েছেন।

দুই দিনের ব্যক্তিগত সফরে বৃহস্পতিবার বেলা তিনটার দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছান আওয়ামী লীগ সভাপতি। প্রটোকল ছাড়াই ব্যক্তিগত হাড়িতে তিনি সড়কপথে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জ যান।

টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা ও পরিবারের সদস্যরা।

এরপর ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধু ও অন্যান্য শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং দেশ-জাতির কল্যাণ কামনা করে দোয়া করেন।

দুইদিনের সফরে শেষে শুক্রবার সড়কপথেই ঢাকা ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সর্বশেষ - আন্তর্জাতিক