রবিবার , ৬ অক্টোবর ২০২৪ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৪২ কোটি ৫০ লাখ ডলার

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ৬, ২০২৪ ৬:৫৬ অপরাহ্ণ

অক্টোবর মাসের প্রথম পাঁচ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৪২ কোটি ৫০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা (ডলার ১২০ টাকা ধরে) পাঁচ হাজার ৯৬ কোটি টাকা। এর আগে গত বছর একই সময়ে এসেছিল ৩২ কোটি ৫০ লাখ ডলার।

রোববার বাংলাদেশ ব্যাংকে একটি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রটি জানিয়েছে, আসা রেমিট্যান্সগুলোর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে ১০ কোটি ৮০ লাখ ২০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এক কোটি ৫০ লাখ ২০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৩০ কোটি দুই লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।

গত মাসে ব্যাংকিং চ্যানেলে ২৪০ কোটি ডলার রেমিট্যান্স দেশে এসেছে। আগের বছরের একই মাসের তুলনায় যা ১০৭ কোটি ডলার বা ৮০ দশমিক ২২ শতাংশ বেশি। গত দুই মাসে ভালো প্রবৃদ্ধির কারণে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রেমিট্যান্স বেড়েছে ৩৩ দশমিক ৩৩ শতাংশ।

সর্বশেষ - আন্তর্জাতিক