সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। লাল-সবুজ জার্সিধারীরা ভুটানের থিম্পুতে চলমান আসরের দ্বিতীয় সেমিফাইনালে শনিবার রোমাঞ্চকর জয় পেয়েছে তারা।
নির্ধারিত ৯০ মিনিটের খেলা ২-২ গোলে ড্র হওয়ার পর পেনাল্টি শুটআউটে ৮-৭ ব্যবধানে জিতেছে সাইফুল বারী টিটুর শিষ্যরা।
থিম্পুতেই সোমবার ভেন্যুতে হবে ফাইনাল। এরি মধ্যে ফাইনালে জায়গা করে নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। বাংলাদেশ ম্যাচের আগে সেমিফাইনালে তারা ৪-২ গোলে নেপালকে হারিয়েছে তারা।
সেমিফাইনালে ওঠা চার দলের মধ্যে কেবল বাংলাদেশই গ্রুপ পর্বে জয়হীন ছিল। ভারতের কাছে ১-০ গোলে হারার পর মালদ্বীপের সঙ্গে তারা ড্র করে ১-১ ব্যবধানে।
এরপর মালদ্বীপ ভারতের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হলে গোল পার্থক্যে সেমিতে খেলার টিকিট মিলেছিল টিটুর শিষ্যদের।