পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের আইন প্রণেতা আনোয়ার-উল-হক-কাকার।
জিও নিউজের খবরে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী কার্যালয়ের এক বিবৃতিতে বেলুচিস্তান আওয়ামী পার্টির এই নেতাকে প্রধানমন্ত্রী মনোনীত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার পরে এই সিদ্ধান্ত নেওয়া হলো।
রোববারই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ার-উল-হক কাকার শপথ নেবেন। আনোয়ারুল হক কাকার বেলুচিস্তান আওয়ামী পার্টি থেকে ২০১৮ সালে সিনেটর হন।
গত বুধবার রাতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পরামর্শে ভেঙে দেয়া হয় পাকিস্তানের সংসদ। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থাকা দেশটিতে জাতীয় নির্বাচনের প্রস্তুত নিতেই এই সিদ্ধান্ত।