অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আলোচিত সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি পদত্যাগের পরই বিসিবির নতুন সভাপতি হয়েছেন জাতীয় ক্রিকেট সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।
বুধবার বিসিবির বোর্ড মিটিং ডাকা হয়। অনলাইনে ওই বৈঠকে যুক্ত হয়ে পাপন পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। আর এরি মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশের ক্রিকেটে পাপনের টানা একযুগের সাম্রাজ্য।
২০১২ সালে সভাপতি হিসেবে মনোনয়নের পর ২০১৩ সালের নির্বাচনের মাধ্যমে সভাপতি হিসেবে চূড়ান্ত হন নাজমুল হাসান পাপন।
এদিকে ফারুক আহমেদের জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে ক্রিকেট বোর্ডের কাউন্সিলরশিপ ছিলো আগে থেকেই। সেই সুবাদেই জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় যুক্ত হন পরিচালক পদে। সেখান থেকে ক্রিকেট বোর্ডের সভাপতি পদে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব হারান পাপন। অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।












The Custom Facebook Feed plugin