তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক আলোচনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান। মঙ্গলবার (৮ জুলাই) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ‘আমাদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে বৈঠকের জন্য কোনো অনুরোধ করা হয়নি।
ট্রাম্প বলেন, ‘আমরা ইরানের সঙ্গে আলোচনার সময়সূচী নির্ধারণ করেছি এবং তারা আলোচনা করতে চায়। তারা (ইরান) একটি বৈঠকের অনুরোধ করেছে। এটা ভালো হবে, দেখা যাক কী হয়।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, মার্কিন-ইরান পারমাণবিক আলোচনা আবারও পূর্বনির্ধারিত সময়সূচীতে ফিরে এসেছে। আগামী কয়েকদিনের মধ্যে নরওয়ের অসলোতে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সোমবার রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ দাবি করেন ট্রাম্প।
প্রতিক্রিয়ায়, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নেতৃত্বে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে একটি শক্তিশালী এবং অভূতপূর্ব প্রতিশোধমূলক অভিযান শুরু করে। অপারেশন ট্রু প্রমিজ থ্রি অভিযানে প্রথমবারের মতো অভ্যন্তরীণভাবে উন্নত নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেহরান।
শত শত ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয় এবং দখলকৃত ইসরায়েলি ভূখণ্ডজুড়ে গুরুত্বপূর্ণ সামরিক, গোয়েন্দা, শিল্প, জ্বালানি ও গবেষণা স্থাপনায় আঘাত হানে। ১২ দিনের সংঘাতের পর ২৪ জুন যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয় উভয়পক্ষের হামলা পাল্টা হামলা।
সূত্র: মেহের












The Custom Facebook Feed plugin