পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয় উৎসব ‘বৈসাবি’ শুরু হয়েছে। শনিবার (১২ এপ্রিল) ভোরে চেঙ্গী নদীসহ বিভিন্ন প্রবাহমান ছড়া, খালে ফুল পূজার মধ্যদিয়ে চাকমা সম্প্রদায়ের মানুষ ফুল বিজু উদযাপন করেন।
চাকমা সম্প্রদায়ের শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সীরা ফুল সংগ্রহ করে খাগড়াছড়ির চেঙ্গীনদী ও বিভিন্ন ছড়া-খালে ফুল দিয়ে গঙ্গা দেবীর উদ্দেশে পূজা করেন।
ফুল পূজা দিতে খবংপুড়িয়া দিয়ে চেঙ্গী নদীতে ভিড় জমান শত শত পাহাড়ি মানুষ। কেউ একা, আবার অনেকে দলবদ্ধ হয়ে নদীতে নানা রঙের ফুল উৎসর্গ করেন। ফুলে ফুলে রঙিন হয়ে উঠে চেঙ্গীনদীর দুই কুল।
পুরনো বছরের সব দুঃখ, গ্লানি ভুলে নতুন বছরকে বরণ করতেই এই ফুল পূজার আয়োজন করেন চাকমারা। এবারের বিজু উৎসবের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি আরো সুদৃঢ় হবে এমনটাই প্রত্যাশা করেন তারা।
রোববার চৈত্র সংক্রান্তির দিনে ত্রিপুরারা ‘বৈসু’ এবং নববর্ষের দিন থেকে তিন দিন ধরে সাংগ্রাই উৎসব উদযাপন করবেন মারমারা।












The Custom Facebook Feed plugin