অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলার দুইটি ধারায় এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারকে ২২ বছরের সাজা দিয়েছে আদালত। এছাড়া বাকি ১৩ আসামির প্রত্যেককে সাত বছর করে সাজা দেওয়া হয়েছে।
রোববার পি কে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলার রায় দেয়া হয়েছে। পি কে হালদার বর্তমানে ভারতের কারাগারে আটক রয়েছেন।
দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম পি কে হালদারের বিরুদ্ধে ৫২ মামলার মধ্যে প্রথম মামলার রায় ঘোষণা করেন।
এর মধ্যেই কারাগারে থাকা এই মামলার চার আসামি অবন্তিকা বড়াল, শংখ বেপারী, সুকুমার মৃধা ও অনিন্দিতা মৃধাকে আদালতে হাজির করা হয়। এছাড়া এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারসহ ১০ আসামি পলাতক রয়েছে।
২০২০ সালের ৮ জানুয়ারি এই মামলা করে দুদক। মামলায় আসামিদের বিরুদ্ধে ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ৩৫৫ টাকার অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ আনা হয়।