পাকিস্তানের জনপ্রিয় ক্ষুদে তারকা আহমাদ শাহের ছোট ভাই উমর শাহ মারা গেছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়।
পরিবারের পোস্টে লেখা হয়, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং আমাদের এই শোক সহ্য করার শক্তি দিন।”
উমর শাহ ছিলেন সেই পরিবারের একজন, যাদের জনপ্রিয়তা আসে আহমাদের ভাইরাল ভিডিও “পিছে তো দেখো” থেকে। এরপর রমজান মাসের বিশেষ ট্রান্সমিশন ও বিভিন্ন গেম শোতে তিনি বড় ভাই আহমাদের সঙ্গে টেলিভিশনে উপস্থিত হয়ে দর্শকের মনোযোগ কেড়েছিলেন।
পরিবার জানিয়েছে, উমরের মৃত্যু তাদের জন্য দ্বিতীয় বড় শোক। এর আগে তাদের কন্যা আয়েশাও মারা গিয়েছিলেন। এ কঠিন সময়ে সবার কাছে উমরের আত্মার মাগফেরাতের জন্য দোয়া চেয়েছেন তারা।
উমরের মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও তারকারা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।












The Custom Facebook Feed plugin