মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০২৫ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

পুরানা পল্টনে ভবনে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ৭, ২০২৫ ১০:৪১ পূর্বাহ্ণ

রাজধানীর পুরানা পল্টনে চারতলা একটি ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ১৭ মিনিটে পুরানা পল্টনে মানিকগঞ্জ হাউসের দ্বিতীয় তলায় আগুন লাগে।

খবর পেয়ে সকাল ৯টা ২৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুইটি ইউনিট। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমে জানান, খবর পেয়ে সকাল ৯টা ২৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে পাঁচটি ইউনিট।

তবে প্রাথমিকভাবে আগুনে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন এ কর্মকর্তা। 

সর্বশেষ - আন্তর্জাতিক