নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রায় সব কেন্দ্রে নৌকায় সিল মারছে বলে দাবি করেন আলমগীর শিকদার লোটন। তিনি ভোট বর্জন করেছেন। তার নিজ এলাকায় রামচন্দ্রদী সেন্টারে নৌকার এজেন্টের বিরুদ্ধে অভিযোগ তুললে সেখানে বাদানুবাদ ঘটে। এ বাদানুবাদের একপর্যায়ে অতিরিক্ত পুলিশ এসে গুলি ছুড়লে পাঁচজন গুলিবিদ্ধ হন। এ কারণে নির্বাচন বর্জন করেছেন তিনি।
আড়াইহাজারের প্রায় সব কেন্দ্রে নৌকায় সিল মারছে বলে দাবি করেন আলমগীর শিকদার লোটন।
তার নিজ এলাকায় রামচন্দ্রদী সেন্টারে নৌকার এজেন্টের বিরুদ্ধে অভিযোগ তুললে সেখানে বাদানুবাদ ঘটে। বাদানুবাদের একপর্যায়ে অতিরিক্ত পুলিশ এসে গুলি ছুড়লে পাঁচজন গুলিবিদ্ধ হন। এ কারণে সকাল ১০টায় নির্বাচন বর্জন করেছেন।












The Custom Facebook Feed plugin