বুধবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

পুলিশের বাধায় পণ্ড গণতন্ত্র মঞ্চের ঘেরাও কর্মসূচি

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ২:৪৩ অপরাহ্ণ

পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে গণতন্ত্র মঞ্চের সচিবালয় ঘেরাও কর্মসূচি। এ সময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা।

বুধবার দুপুরে রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশের লাঠিপেটায় গণতন্ত্র মঞ্চের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছে বিক্ষোভকারীরা।

এদিকে পুলিশের দাবি, নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালনের সময় তাদের ওপর হামলা চালিয়ে কয়েকজন সদস্যকে আহত করেছে বিক্ষোভকারীরা।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ব্যাংক থেকে অর্থ লোপাট ও পাচারের প্রতিবাদ এবং চলমান সরকার ব্যবস্থার পরিবর্তনের দাবিতে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেয় গণতন্ত্র মঞ্চ।

জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিল নিয়ে সচিবালয়ে সামনে যাওয়ার সময় জিপিও মোড়ে গিয়ে পুলিশের ব্যারিকেডে পড়ে বিক্ষোভকারীরা।

গণতন্ত্র মঞ্চের কর্মীরা ব্যারিকেড ভেঙে সামনের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। তখন পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন মঞ্চের নেতাকর্মীরা।

এসময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ বেশ কয়েক জনকে পুলিশ মারধর করে এবং একজনকে ধরে নিয়ে যায় বলে জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

মঞ্চের নেতাদের অভিযোগ, বিনা উসকানিতে পুলিশ তাদের উপর হামলা করেছে।

তবে পুলিশ বলছে, সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ এলাকার নিরাপত্তা নিশ্চিত করছেন তারা। বিক্ষোভকারীরা অহেতুক তাদের উপর হামলা করেছে। হামলায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে।

ঘটনার সময় জিরো পয়েন্ট থেকে হাইকোর্ট অভিমুখী সড়ক আধ ঘণ্টারও বেশি বন্ধ থাকে।

সর্বশেষ - আন্তর্জাতিক