রবিবার , ২ জুলাই ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

প্রটোকল ভেঙে আধা কিলোমিটার হেঁটে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় 

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২, ২০২৩ ২:৫০ অপরাহ্ণ

নিজ বাড়ি থেকে গাড়িতে নয়, আধা কিলোমিটার পথ পায়ে হেঁটে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

দুই দিনের গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিন রোববার (২ জুলাই) সকালে প্রধানমন্ত্রী পায়ে হেঁটে স্থানীয় দলীয় কার্যালয়ে যাওয়ার ইচ্ছে ব্যক্ত করেন।

এসময় উষ্ণ অভ্যর্থনা আর স্লোগানে ও মিছিলে বঙ্গবন্ধুকন্যাকে বরণ করে নেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। পরে প্রধানমন্ত্রী অংশ নেন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে। সেখানে বক্তব্য রাখেন তিনি। এছাড়া স্থানীয় নেতাকর্মীদের কথাও শোনেন সরকার প্রধান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালে সরকার গঠন করে এই পর্যন্ত আসা। এই সাড়ে ১৪ বছরে বাংলাদেশ বদলে গেছে। একটি বাড়ি একটি খামার, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক, আমার গ্রাম আমার শহর, নানা সামাজিক নিরাপত্তামূলক কাজের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিটি গ্রাম এখন আর গ্রাম নেই। আমরা শতভাগ বিদ্যুৎ দিয়েছি। রাস্তাঘাটের উন্নতি করেছি। এখন আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলে সবাই। বালাদেশের সব জায়গায় আমি ঘুরেছি। মাইলের পর মাইল কাদা মাটি মাড়িয়েছি, নৌকায়, সাম্পান, ট্রলার, ডিঙি নৌকা, ভ্যান কোনটায় চড়িনি? সবকিছু তে আমার চড়া আছে। এভাবে বাংলাদেশ ঘুরেছি, দেখেছি। আর সেটা বুঝে বুঝে উন্নয়নের জন্য কর্মসূচি হাতে নিয়েছি। এখন বাংলাদেশকে আমরা একটা অবস্থানে নিয়ে এসেছি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সিদ্ধান্ত আজ

পাকিস্তান ক্রিকেটে নতুন চমক ‘পাওয়ার হিটিং কোচ’

যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় সৈয়দা সাজেদা চৌধুরীর দাফন সম্পন্ন

গণরুমে মানবেতর জীবন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ব্যাপক বিক্ষোভ

ঢাকাকে বাসযোগ্য করতে বিশ্বব্যাংকের ঋণ চায় বাংলাদেশ

বৈশ্বিক সমর্থন হারাচ্ছে ইসরায়েল, বললেন বাইডেন

রানা প্লাজার সোহেল রানার জামিন স্থগিত চায় রাষ্ট্রপক্ষ

কেন্দ্রীয় নির্দেশে অস্ত্র সংগ্রহ করেছেন ছাত্রদল নেতারা: ডিবি

সরকারের উন্নয়ন প্রচারে ৪৯২ উপজেলায় এলইডি ডিসপ্লে, খরচ ১৬৮ কোটি

বাংলাদেশে আসছে না “দানা”, ঝরাচ্ছে বৃষ্টি, জলোচ্ছ্বাসের সম্ভাবনা, মধ্যরাতে উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানবে