অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধেআন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল। দেড় মাস বিশ্রামের পর এশিয়া কাপ দিয়েআবারও মাঠে দেখা যাবে তামিমকে। খেলবেন অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডেবিশ্বকাপেও।
শুক্রবার বেলা আড়াইটায় প্রধানমন্ত্রীর ডাকে গণভবনেযান তামিম। সঙ্গে ছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এবং সরকার দলীয় সংসদ সদস্যমাশরাফি বিন মর্তুজা। বৈঠকে উপস্থিত আরও উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসানপাপন।
পরে গণভবন থেকে বের হয়ে সাংবাদিকদের এসব তথ্য জানানতামিম। প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলাপের পর অবসর প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়েতিনি বলেন, আপাতত আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজে তাকেপাওয়া যাবে না। দেড় মাসের ছুটিতে থাকবেন তিনি। এরপর খেলবেন সব ধরনের (ওয়ানডে ওটেস্ট) আন্তর্জাতিক ক্রিকেট।
বৃহস্পতিবার হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিমইকবালের অবসরের ঘোষণার পরই গুঞ্জন ওঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকরবেন তামিম। অবসরের ঘোষণা দিয়ে শুক্রবার সকালে ঢাকায় আসেন তামিম। তার সঙ্গে ছিলেনবিসিবির নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ঢাকায় ফিরে ১৮ জুলাই পারিবারিক সফরেদুবাই যাবার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ সাক্ষাৎ শেষে তামিম বলেন,আজ দুপুরে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গেঅনেক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমাররিটায়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি।
তিনি আরও যোগ করেন, আমি সবাইকে না বলতে পারি কিন্তুদেশের সবচেয়ে বড় ব্যক্তিকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ওমাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিলো। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গেছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন।
তামিম অবসর ভেঙে ফেরার সিদ্ধান্ত জানানোর পর বলেন, এরপর পাপন ভাই কথা বলবেন।
বিসিবি সভাপতি পাপন বলেন, আমার একটা ধারণা হয়েছিল ওর (তামিমের) প্রেস কনফারেন্সটা দেখে, হয়তো আবেগ থেকে সিদ্ধান্তটা নিয়েছে। আমার একটা বিশ্বাস ছিলো, ওর সঙ্গে যদি সামনা সামনি একবার বসতে পারি তাহলে হয়তো এটার একটা সমাধানপাব। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সঙ্গে বসেছিলাম এবং ওআপনাদের সামনেই বলে গেল, সে যে অবসরের চিঠিটা দিয়েছে সেটা সেপ্রত্যাহার করছে। সে অবসর নেয় নাই।
এর আগে দুপুর ২টা ৩৩ মিনিটে গণভবনে ঢোকেন তামিম ওমাশরাফি। বিসিবি প্রধান পাপন শেষ পর্যন্ত তামিমের সঙ্গে যোগাযোগ করতে না পারায়মাশরাফির মাধ্যমে যোগাযোগ করেন প্রধানমন্ত্রী। পরে বোর্ড সভাপতি নাজমুল হাসানপাপনকেও সেখানে ডেকে নেয়া হয়।
এদিন সকালেই পরিবার নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেনতামিম। ১৮ জুলাই পরিবার নিয়ে দুবাইয়ের বিমান ধরবেন তারা। তামিমের গণভবনে আসার খবরপেয়ে দর্শকরা সেখানে ভিড় জমান। প্ল্যাকার্ড হাতে তারা অবসর ভেঙে ফের তামিমকেক্রিকেটে ফেরার দাবি তোলেন।
সম্প্রতি চোট নিয়ে বেশ ভুগছিলেন তামিম। চোটের কারণেগত ডিসেম্বরে ভারতের বিপক্ষে সিরিজে খেলতে পারেনি তিনি। পিঠের নিচের অংশের পুরনোব্যথা মাথাচাড়া দেওয়ায় কিছুদিন আগে খেলতে পারেননি আফগানিস্তানের বিপক্ষে মিরপুরটেস্টে।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগের দিনওতামিম জানান, শতভাগ ফিট নন তিনি। প্রথম ম্যাচ খেলার পর অবস্থাবুঝে সিদ্ধান্ত নেবেন। শেষ পর্যন্ত অবসরের সিদ্ধান্তই জানিয়ে দেন তিনি। এরপর তামিমকেঅবসর থেকে ফেরাতে উদ্যোগী হয় বোর্ডও।
বৃহস্পতিবার রাতে ঢাকায় বোর্ড পরিচালকদের এক জরুরিসভার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের জানান, চেষ্টা করেও তামিমের সঙ্গেযোগাযোগ করতে পারেননি তিনি। তবে আশা জানিয়েছেন, তামিম সিদ্ধান্ত প্রত্যাহার করেক্রিকেটে ফিরবেন।