প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স পেজে (আগের টুইটার) এ নিয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে। এ পোস্টে শেখ হাসিনা ও ল্যাভরভের কয়েকটি ছবিও দেওয়া হয়েছে।
ঠিক কখনও এ সাক্ষাৎ হয়েছে সে বিষয়ে কিছু লেখা হয়নি পোস্টে। তাদের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়েও এখনও কিছু জানা যায়নি।
গতকাল সন্ধ্যায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন ল্যাভরভ।
কোনো রুশ পরররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর এটি।
জি-২০ সম্মেলনে যোগ দিতে আজই ঢাকা থেকে নয়া দিল্লির উদ্দেশে রওনা করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।
গতকাল সন্ধ্যায় ল্যাভরভ ঢাকায় পোঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও বসনে ল্যাভরভ।