বাংলাদেশের নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শেখ হাসিনা, যার নেতৃত্বে টানা পঞ্চম বারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলো মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ।
দ্বাদশ সংসদ নির্বাচনে বিপুল ভোট জয় পেয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এবার পঞ্চমবারের মতো সরকার গঠন করলো।
বিশ্বের নারী সরকারপ্রধানদের মধ্যে যারা সবচেয়ে বেশি দিন সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন, শেখ হাসিনা এরইমধ্যে তাদের শীর্ষে রয়েছেন। আরো পাঁচ বছরের জন্য শপথ নিলেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু হয়।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিয়মানুযায়ী প্রথমে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়ান।
এর আগে, সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছালে অক্টাগোনালে তাকে স্বাগত জানান রাষ্ট্রপ্রধান মো. সাহাবুদ্দিন। রাষ্ট্র ও সরকারপ্রধান একসাথে দরবার হলে ঢোকেন। বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা এসময় সঙ্গে ছিলেন। দরবার হলে তারা ঢোকার সময় ফ্যান ফেয়ারে রাষ্ট্রপতির আগমনী সুর বাজানো হয়। এরপর ব্যান্ডদল বাজায় জাতীয় সংগীত।
মন্ত্রীপরিষদ সচিব শেখ হাসিনাকে শপথ নেওয়ার অনুরোধ জানালে তিনি শপথ মঞ্চে ওঠার আগে ছোট বোন শেখ রেহানাকে আলিঙ্গন করে আদর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ শেষে মঞ্চ থেকে নামার পর বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক খালা শেখ হাসিনাকে অভিনন্দন জানান।