বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি ২০২২ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার হিসাবে যাদের নাম আলোচনায়

প্রতিবেদক

ফেব্রুয়ারি ১০, ২০২২ ১০:২১ পূর্বাহ্ণ

আগামী ১৪ ফেব্রয়ারি বিদায় নিচ্ছেন বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। নুরুল হুদা কমিশন বিদায় নেওয়ার পর কারা আসছেন নতুন কমিশনে, কে হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার, কারা থাকছেন কমিশনার হিসাবে! এ নিয়ে চারদিকে চলছে জোর আলোচনা। চলছে চুলচেরা বিশ্লেষণ। নানামহলে উচ্চারিত হচ্ছে বিভিন্ন ব্যক্তির নাম। তবে সার্চ কমিটির সুপারিশের পর সব কিছুই চূড়ান্ত করবেন রাষ্ট্রপতি। কিন্তু তার আগেই বিভিন্ন মহলে সম্ভাব্য কারা থাকছেন তাদের নাম নিয়ে চলছে জল্পনা কল্পনা। এ নিয়ে সাধারণ মানুষের মাঝেও ব্যাপক আগ্রহ রয়েছে। অনেকের মুখে মুখে ভেসে বেড়াচ্ছে বেশ কিছু সম্ভাব্য নাম।

রাষ্ট্রপতি কাকে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ দিবেন এমন প্রশ্ন সবার। রাষ্ট্রপতি কর্তৃক গঠিত আওয়ামী অনুসন্ধান কমিটি সরকারের পছন্দ মতো একটি তালিকা তৈরি করেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
সূত্র মতে, ১০ জনের একটি নামের তালিকায় প্রধান নির্বাচন কমিশনার হিসাবে তারা দুই বা তিন জনের নাম উল্লেখ করেছে। তারা হলেন সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম ও সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহ। যদিও সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া প্রধান নির্বাচন কমিশনার হতে রাজি না। শেষ পর্যন্ত তিনি রাজি না হলে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও নাজমুল আহসান কলিমুল্লাহ’র মধ্যে একজনকে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে রাষ্ট্রপতি নিয়োগ দিতে পারেন।

সূত্র আরও জানায়, বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী প্রধান নির্বাচন কমিশনার হলে নাজমুল আহসান কলিমুল্লাহ হবেন নির্বাচন কমিশনার। কলিমুল্লাহ’র নিয়োগটি প্রায় চূড়ান্ত। সূত্র আরো জানায়, নির্বাচন কমিশনের যুগ্মসচিব পদ থেকে সদ্য পদত্যাগ করা আবুল কাসেম নিয়োগ পাবেন রাষ্ট্রপতির বিশেষ বিবেচনায় কমিশনার হিসাবে। মুহাম্মদ জাফর ইকবাল অথবা তার স্ত্রী এবং একজন সাবেক ব্রিগেডিয়ার জেনারেলকে কমিশনার নিয়োগের মাধ্যমে গঠিত হতে পারে আগামীর নির্বাচন কমিশন। মুহাম্মদ জাফর ইকবাল নিয়োগ পেলে তার সাথে আওয়ামীলীগ পরিবারের কোনো মহিলা সাবেক আমলা নিয়োগ পাবেন চার নাম্বার কমিশনার হিসাবে।

প্রধান নির্বাচন কমিশনার পদের জন্য বিভিন্ন গণমাধ্যমে নাম এসেছে সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার ও সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভূঁইয়ার। আলী ইমাম মজুমদার যদিও আওয়ামীলীগপন্থী কিন্ত তিনি শেখ হাসিনার অপছন্দের তালিকায়। তাছাড়া তিনি রাকিক উদ্দিন ও নুরুল হুদার জায়গায় নিয়োগ পেতে দুই দুই বার চেষ্টা করে ব্যর্থ হন। সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া বর্তমান পরিস্থিতিতে নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়ে সেনাবাহিনীতে তার অর্জিত সুনাম নষ্ট করতে চাইবেন না।

তরাং বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও নাজমুল আহসান কলিমুল্লাহ’র মধ্য থেকে একজন নিয়োগ পাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার পদে। কলিমুল্লাহ গত কয়েক মাসে নিজেকে তৈরি করেছেন সেভাবেই।

সর্বশেষ - আন্তর্জাতিক