প্রধান বিরোধী দল হিসেবে সংসদে যাবার জন্য জাতীয় পার্টি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, এবার আর ছাড় দেওয়া হবে না, পার্লামেন্টে বলিষ্ঠ কণ্ঠে কথা বলবেন। তবে কে হবে বিরোধীদল সে বিষয়ে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত।
বুধবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নিজ দলের কর্মীদের এমন অস্থিরতার মধ্যেও সংসদে কীভাবে শক্তিশালী ভূমিকা রাখবেন এমন প্রশ্নের জবাবে চুন্নু বলেন, সংসদে নির্বাচিত সদস্যরা কথা বলবেন, এখানে দলের সম্পৃক্ততা নেই।
দলের শীর্ষ চার নেতার বহিষ্কার প্রসঙ্গে জাপা মহাসচিব বলেন, দলে বেশি অভিজ্ঞ লোক থাকলে অনেকে সময় নেতৃত্ব মানতে চায় না। জাতীয় পার্টির ক্ষেত্রেও সেটা হয়েছিল। এজন্য চার জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
নির্বাচন ইস্যুতে জাতীয় পার্টির মহাসচিব বলেন, যারা আশ্বাস দিয়েছে নির্বাচন সার্বিকভাবে সুষ্ঠু হবে, তারা কথা রাখেনি। নির্বাচন সার্বিকভাবে সুষ্ঠু হয়েছে বলা যাবে না, ময়মনসিংহের মুক্তাগাছার এক কেন্দ্রে প্রিজাইডিং অফিসার নিজেই ব্যালটে সিল মেরেছিলেন।
এর আগে শনিবার (১৩ জানুয়ারি) তিনি বলেন, জাতীয় পার্টি মন্ত্রিসভায় যাবে না। সরকারি সুযোগ-সুবিধা না পেলেও সংসদে বিরোধী দলের ভূমিকা কেবল জাপাই নিতে পারে।
জাতীয় পার্টি মন্ত্রিসভায় যাবে না বলে মন্তব্য জাপা মহাসচিব বলেন, সংসদের কার্যকর বিরোধীদল জাতীয় পার্টিই।