নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশে-এর (হাতপাখা) প্রতীকের মেয়র প্রার্থী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের গায়ে যে হাত তুলেছে, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (১২ জুন) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ কথা বলেন তিনি।
ইসির ভূমিকা জানতে চাইলে মো. আহসান হাবিব খান বলেন, ‘আকস্মিক ঘটনা ছাড়া সবকিছু সুন্দর। অনাকাঙ্ক্ষিত ঘটনা কখনোই কাঙ্ক্ষিত ছিল না। কিন্তু একটা সিচ্যুয়েশনের মধ্যে হঠাৎ করে একজন প্রার্থীর গায়ে হাত তুলেছে বলে আমরা জেনেছি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তদন্তপূর্বক তাদের প্রথমে গ্রেফতার ও পরে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’
তিনি জানান, এ জন্য পুলিশ কমিশনার, রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের বলা হয়েছে।
ইসির এই কমিশনার বলেন, ‘বর্তমানে বরিশালের পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক। প্রত্যেকটা কেন্দ্রে সুন্দরভাবে সবাই নিজেদের ভোট নিজেরা প্রয়োগ করেছেন। আমাদের প্রত্যেকটা স্টেপস আর কাউন্টেড। আমরা সুন্দরভাবে এটাকে ম্যানেজ করতে সক্ষম হয়েছি।’