বুধবার , ২৫ জানুয়ারি ২০২৩ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

‘ফখরুল লালকার্ড দেখাতে গিয়ে শূন্যহাতে ফিরলেন’

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৫, ২০২৩ ৪:২৬ অপরাহ্ণ

বিএনপির ১০ ডিসেম্বরের কর্মসূচির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল লালকার্ড দেখাতে গিয়ে শূন্যহাতে ফিরলেন। সরকার পতন আন্দোলন, ৫৪ দল, ১০ দফা, তত্ত্বাবধায়ক সরকার সবই ভুয়া।

বুধবার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী উদ্যোগে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির হাঁকডাক, লোটাকম্বল, মশার কয়েল, সাত দিন আগ থেকে সমাবেশের প্রস্তুতি সবই ব্যর্থ। বিএনপি সোহরাওয়ার্দীতে আন্দোলন না করে গরুর হাটের আন্দোলন করেছে। বিএনপির আন্দোলন থেকে জোয়ার থেকে ভাটার দিকে যাচ্ছে। ভুয়া জোটের মাধ্যমে গঠন করা বিএনপি ভুয়া তাদের জনগণ বিশ্বাস করে না।

তিনি বলেন, বিএনপি এখন পথহারা পথিকের মতো দিশাহারা। মাত্র সূচনা করেছি আমরা, খেলা এখনো শুরু করিনি আমরা। খেলা শুরু করলে কোথায় যাবে? বিএনপির আন্দোলনের নেতা ছাড়া কোনো জনগণ নেই।

এ সময় তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগকে দ্রুত কমিটি করার নির্দেশ দেন।

সর্বশেষ - আন্তর্জাতিক