আগামী ফেব্রুয়ারিতেই হচ্ছে নির্বাচন। জাতিসংঘের সফর অত্যন্ত সফল হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতিসংঘের সফর শেষে শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জাতীয় ঐক্য প্রদর্শনের জন্যই এ সফর, যা সফল হয়েছে।
রাষ্ট্রপ্রধানের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সফর নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
নির্বাচন নিয়ে কোন শঙ্কা নেই জানিয়ে মির্জা ফখরুল বলেন, দেশের জনগণের প্রত্যাশা পূরণে আগামী ফেব্রুয়ারিতে হচ্ছে নির্বাচন।
এসময় বিমানবন্দর আগত উৎসুক নেতাকর্মীর চাপে দ্রুত বিমানবন্দর ত্যাগ করেন তিনি।












The Custom Facebook Feed plugin