জাতীয় শোক দিবসে সোমবার ছাত্রলীগের একাংশের নেতাকর্মীদের ওপর পুলিশি নির্যাতনে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীর বিচার চেয়েছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
অন্যদিকে নবনির্বাচিত জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ওই পুলিশ অফিসারকে ধন্যবাদ জানিয়েছেন।
এ ঘটনায় আওয়ামী লীগের মধ্য মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সোমবার রাতে বরগুনা প্রেসক্লাবে পৃথক দুটি সংবাদ সম্মেলন হয়।
সোমবার রাতে বরগুনা প্রেসক্লাবে সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু শোকসভার প্রধান অতিথির বক্তব্য বলেন, শোকের দিনে পুলিশের উদ্দেশ্যই ছিল ছাত্রলীগের ছেলেদের মারবে।
আমি বারবার পুলিশকে বলেছি। যে ছেলে ভাঙচুর করেছে, তাকে দেখিয়ে দিন। আমি তাকে আপনাদের হাতে সোপর্দ করব। আমি তাদের বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু ওখানে এত পুলিশ আসছে যে, সেখানে কমান্ড শোনার মতো কেউ ছিল না।
তিনি বলেন, সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর নির্বিচারে লাঠিচার্জ করেছে পুলিশ। ওখানে পুলিশ কর্মকর্তা মহরম ছিলেন। তিনি যেসব কমান্ড করেছেন, তার কিছুই পালন হয়নি।
মহরম অনেক ভুল করেছেন। আমরা চাই ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি দেখুক এবং তাকে বিচারের আওতায় আনুক। আমি যেখানে উপস্থিত সেখানে তিনি এমন কাজ করতে পারেন না। আমি তাকে মারপিট করতে নিষেধ করেছিলাম। তারা (পুলিশ) আমার কথা শোনেননি।
বরগুনার পৌর মেয়র কামরুল আহসান মহারাজ মঙ্গলবার সকালে বরগুনা জেলা আইনজীবী সমিতির শোকসভায় বলেন, আমার ও এমপির সামনে পুলিশ বিশেষ করে অ্যাডিশনাল এসপি মহরম সাহেব যে আচরণ করেছেন তা ঠিক হয়নি। পুলিশের এহেন আচরণে আমরা হতবাক।
বরগুনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। ভিডিওতে পুলিশের মারমুখী ভূমিকা ও ছাত্রলীগের ওপর লাঠিচার্জ করা দেখে আমি হতাশ।
সোমবার রাতে প্রেসক্লাবে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপির সংবাদ সম্মেলন করে চলে যাওয়ার পর একই স্থানে নবনির্বাচিত জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান সংবাদ সম্মেলনে বলেন, আজকে আমরা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি শোক র্যালি নিয়ে যাওয়ার পথে আমাদের ওপরে কিছু দুষ্কৃতকারী হামলা চালায় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করলে পুলিশ ওদেরকে লাঠিচার্জ করে।
ওরা শুধু আমাদেরই মারেনি, পুলিশের গাড়িও ভাঙচুর করেছে— এ জন্য পুলিশ লাঠিচার্জ করেছে। এ জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই। তারা তাদের সঠিক দায়িত্ব পালন করেছেন।