শুক্রবার , ৩ মার্চ ২০২৩ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ, সিরিজ ইংল্যান্ডের

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৩, ২০২৩ ৮:৫২ অপরাহ্ণ

বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও হেরেছে তামিমরা। রয় ঝড়ে ৩২৭ রানে লক্ষে খেলতে নেমে মাত্র ১৯৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ফলে ইংল্যান্ড জেতে ১৩২ রানে। আর এই ম্যাচের মধ্য দিয়ে তিন ম্যাচ সিরিজ এক ওয়ানডে বাকি থাকতেই ২-০ ব্যবধানে জিতে নিলো ইংল্যান্ড।

প্রথমে ব্যাট করতে নেমে জেসন রয়, জস বাটলার, মঈন আলীদের আগ্রাসী ব্যাটিংয়ে সাত উইকেটে ৩২৬ রান তোলে ইংল্যান্ড। এর মধ্যে রয় ১৩২, বাটলার ৭৬, মঈন ৪২ ও শ্যাম কারেন ৩৩ রান করেন।

বাংলাদেশি বোলারদের মধ্যে এক তাইজুল ছাড়া সবার ইকোনমি ছয়ের ওপরে। তবে এদিন তাসকিন তিনটি ও মিরাজ দুটি উইকেট পেয়েছে।

ইংলিশদের ছুঁড়ে দেওয়া লক্ষে খেলতে নেমে প্রথম ওভারেই সাজঘরে ফেরেন লিটন দাস আর নাজমুল হোসেন শান্ত।

এরপর তামিম (৩৫) ও সাকিবের (৫৮) জুটি কিছু স্বপ্ন দেখালেও তা ভাঙতে খুব বেশি দেরি হয়নি। বল হাতে টপ ওর্ডারে একাই ধস নামিয়েছেন শ্যাম কারেন। আর মিডল অর্ডার ধসিয়েছেন আদিল রশিদ। তারা দুজন চারটি করে উইকেট নিয়েছেন।

প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন সেঞ্চুরিয়ান জেনস রয়।

সর্বশেষ - আন্তর্জাতিক