শনিবার , ৯ ডিসেম্বর ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

বাংলাদেশের হাত ফসকে নিউজিল্যান্ডের জয়

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ৯, ২০২৩ ৪:৫২ অপরাহ্ণ

ক্রিকেট নিয়ে একটি প্রচলিত প্রবাদ আছে, সেটি হলো- ‘ক্যাচ মিস তো ম্যাচ মিস’। মিরপুর যেন সেই প্রবাদের প্রতিফলন হলো। ঢাকা টেস্টে কিউইদের যখন তাইজুল, মিরাজরা চেপে ধরেছে, ঠিক তখনই ঘটে গেলো এক অনর্থ। কিউইদের প্রথম ইনিংসের মোড় ঘুরিয়ে দেওয়া সেই ফিলিপসের ক্যাচ হাত ফসকে গেলো শান্তর। তখনও রানের খাতা খোলেননি তিনি। সেই ফিলিপস ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে স্যাটনারকে নিয়ে মিরপুর জয় করলেন। এর মধ্যে দিয়ে সিরিজ সমতাসহ ট্রাফিতেও ভাগ বসালো নিউজিল্যান্ড।

শনিবার ১৩৭ রানের ছোট লক্ষ্য টপকে যেগে নিউজিল্যান্ডের খরচ হয় ছয় উইকেট। তাইজুল-মিরাজরা দারুণ বোলিং শুরু থেকেই সফরকারীদের চাপে ফেলার কৌশলে সফল ছিল। কিন্তু মোক্ষম সময়ে সুযোগ কাজে লাগাতে না পারায় চাপটা অব্যাহত রাখতে পারেনি। এই পরাজয়ে দুই ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাতে পেরেছে সফরকারীরা।

দ্বিতীয় ইনিংসে মিরাজ ৫২ রানে নিয়েছেন তিন উইকেট। ৫৮ রানে দুটি নিয়েছেন তাইজুল। একটি নিয়েছেন শরিফুল।

এর আগে চতুর্থ দিন ব্যাটিং বিপর্যয়ে প্রথম সেশনও শেষ করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। দুই উইকেটে ৩৮ রান নিয়ে দিনের খেলা শুরু করা বাংলাদেশ দল দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৪৪ রানে। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ফিফটি পেয়েছেন কেবল জাকির হাসান। ৮৬ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৯ রান করেন জাকির। নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল নিয়েছেন ৬ উইকেট। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে করেছে ১৪৪। নিউজিল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে ১৮০ রান করে।

প্লেয়ার অব দ্যা ম্যাচ হয়েছেন গ্লেন ফিলিপস এবং প্লেয়ার অব দ্যা সিরিজ নির্বাচিত হয়েছেন তাইজুল ইসলাম।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত