বাংলাদেশ কোনো দেশ বা সংস্থার সঙ্গে করিডোর নিয়ে কখনো কোনো আলোচনা করেনি, করবেও না বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এমনটি বলেন।
করিডোর নিয়ে প্রচারণা প্রতিবেশী দেশ থেকে হয়েছে, বাংলাদেশ থেকে নয় বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
তিনি জানান, করিডোর নিয়ে কারো সঙ্গে কোনো কথা হয়নি। বর্তমান অবস্থায় করিডোরে কোনো প্রয়োজন নেই। করিডোর নিয়ে আমাদের ওপর কোনো চাপও নেই।
যতদিন রাখাইন অস্থিতিশীল থাকবে ততদিন রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয় বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
তিনি আরও জানান, সেনাবাহিনীর সঙ্গে কোনো মতপার্থক্য নেই।












The Custom Facebook Feed plugin