রাজধানী ঢাকার মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের এনেক্স ভবনে আগুন লাগার ঘটনা ঘটে।
সন্ধ্যা ৭টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়।
জানা গেছে, ব্যাংকের চার তলায় ঘটে এ ঘটনা।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগুন নিয়ন্ত্রণে আনতে ওই ইউনিটটির সঙ্গে পরবর্তীতে ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট যোগ দেয়। সব মিলিয়ে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। তাদের চেষ্টায় এক ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে চলে আসে আগুন।
এর আগে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার আগুন লাগার তথ্য ও সেটি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীদের যাওয়ার নিশ্চিত করেন।
তিনি জানিয়েছিলেন, এখন চারটি ইউনিট বাংলাদেশ ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।