চূড়ান্ত হয়েছে তফসিল ঘোষণায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের ভাষণ। সেইসাথে, আগামীকাল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা পরদিন বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করার বিষয়ে নিশ্চিত করেছেন ইসি আব্দুর রহমানেল মাছউদ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
ইসি মাছউদ জানান, তফসিলে নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলসহ অংশীজনদের সহযোগিতার বিষয়ে আহ্বান জানাবেন সিইসি৷ রেওয়াজ অনুযায়ী আগামীকাল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে নাসিরুদ্দিন নেতৃত্বাধীন কমিশন। একইসাথে, প্রস্তুতির সার্বিক বিষয় নিয়ে প্রধান বিচারপতির সাথে আজ সাক্ষাৎ করছেন সিইসি।
এর আগে, নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে সাক্ষাৎ করে পুরো কমিশন। এছাড়া আরপিও সংশোধন করে গেজেটও প্রকাশ করেছে ইসি। এতে পোস্টাল ব্যালটে প্রতীকের বিপরীতে কোনো টিক বা ক্রস মার্ক না থাকলে, সে ভোট গণনা না হওয়া এবং একাধিক প্রতীকে টিক মার্ক থাকলে সে ভোটও গণনা না হওয়ার বিষয়ে সংশোধনী আনা হয়।


















