ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ ও আন্দোলন বন্ধে আহবান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এসব তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, কেউ রাস্তায় নামলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সব দাবি দাওয়া পরবর্তী সরকারের কাছে তুলে ধরার আহবানও জানিয়েছে ইন্টেরিম।
বিবৃতিতে বলা হয়, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর করাই সরকারের মূল লক্ষ্য। নির্বাচনী তফসিল ঘোষণার পর সশস্ত্র বাহিনীসহ দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সব বাহিনী নির্বাচনী পরিবেশ নিশ্চিতে কাজ করবে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ অন্য বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য নিয়োজিত থাকবে, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। ইতিমধ্যে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সব প্রস্তুতিও নেয়া হয়েছে বলে জানানো হয় বিবৃতিতে।


















