শুক্রবার , ১০ ফেব্রুয়ারি ২০২৩ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

বিএনপিকে প্রতিযোগী ভাবলেও তারা আমাদের শত্রু ভাবে : কাদের

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ১০, ২০২৩ ৫:১৬ অপরাহ্ণ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা বিএনপিকে প্রথম থেকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে প্রতিযোগিতা চেয়েছি। আমাদেরকে তারা বরাবরই শত্রুপক্ষ মনে করে আসছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভার সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এদিন কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকের এক যৌথসভা অনুষ্ঠিত হয়।

সভায় কাদের বলেন, তারা (বিএনপি) এক বছর ধরে প্রকাশ্যে মাঠে আসছে, বিশেষ করে ডিসেম্বর থেকে, তারা অনেক বড় বড় কথা বলেছেন। আমরা সন্ত্রাসের আশঙ্কায় শান্তি সমাবেশ করছি। যতক্ষণ বিএনপি আন্দোলন করবে আমরা শান্তি সমাবেশ করব। তারা নয়াপল্টনে করে আমরা উত্তরা, ১০ ডিসেম্বর তারা রাজধানীতে করেছে আমরা সাভারে করেছি।

সেতুমন্ত্রী বলেন, আমাদের দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আমরা কোনো কর্মসূচি দিলে কিছু সংবাদমাধ্যম বিএনপির কথাটিকে বলে। বিএনপি বলছে পাল্টাপাল্টি। আমরা তো পাল্টাপাল্টি কর্মসূচি করছি না।

তিনি বলেন, নির্বাচন আসলেই দেখা যায় নানা ধরনের গুজবের ডালপালা বিস্তার করে, আজকে আমরা সুস্পষ্টভাবে নির্বাচনের দিকে অভিযাত্রা শুরু করেছি। আমাদের দল নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, আজকে আমরা কোনো কর্মসূচি দিলেই কিছু সংবাদমাধ্যম বিএনপির কথাটাকে প্রতিদ্বন্দ্বী করে। বিএনপি বলছে পাল্টাপাল্টি, আমরা তো পাল্টাপাল্টি সভা, সমাবেশ করছি না। তারা করছে আন্দোলনের পদযাত্রা, আন্দোলনের সমাবেশ। আমরা যেটা করছি সেটা হচ্ছে শান্তির সমাবেশ। বিএনপির সাথে আমাদের অতীতের অভিজ্ঞতা আছে, তা সুখকর নয়। ২০১৩, ১৪ সালে রাজনীতিতে তারা কত নিকৃষ্টতম নোংরা ভূমিকা পালন করেছে, সেটার প্রমাণ দেশের মানুষ পেয়েছে। নতুন করে দেওয়ার কিছু নাই। আমাদের স্মৃতিটা এখনো জাগে, দেশের জনগণ এতো তাড়াতাড়ি সেই দু:স্মৃতি ভুলবে না।

কাদের বলেন, আমরা বিএনপিকে প্রথম থেকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে তাদের সাথে প্রতিযোগিতামূলক সম্পর্ক চেয়েছি। আমরা কম্পিটিশন চেয়েছি। তাদের জন্ম থেকে বঙ্গবন্ধু হত্যা, জাতীয় চার নেতা হত্যা, একুশে আগস্টের ঘটনা, ২০০১ সাল, সব কিছুতেই তারা আমাদেরকে বরাবরই মনে করে আসছে শত্রুপক্ষ। শত্রুপক্ষ হিসেবে তারা আমাদের সঙ্গে শত্রুতাই করে গেছে। এই শত্রুতার অপরিহার্য সঙ্গ ষড়যন্ত্র।  এটা তারা আমাদের সাথে করেছে।

তিনি আরও বলেন, তারা (বিএনপি) গত এক বছর ধরে মাঠে এসেছে, বিশেষ করে ডিসেম্বর..। তারা আন্দোলন করবে, গণঅভ্যুত্থান করবে, ১১ ডিসেম্বর থেকে বেগম জিয়ার নেতৃত্বে দেশ চলবে, তারেক রহমান গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেবে। এসব বড় বড় কথা তারা বলেছে, কিন্তু দেশবাসী লক্ষ্য করেছে যে, আমরা সন্ত্রাসের আশঙ্কায়, বিশেষ করে পুরোনো তিক্ত অভিজ্ঞতার কারণে, তাদের আগুন সন্ত্রাসের আশঙ্কায় আমরা শান্তির সমাবেশ করেছি। যতক্ষণ বিএনপি আন্দোলন করবে আমরা শান্তি সমাবেশ করব।

সেতুমন্ত্রী বলেন, আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকব, ভালোর জন্য প্রস্তুতি নেব, খারাপের জন্য সর্তক থাকব। এটা আমাদের সিদ্ধান্ত। বিএনপির সাথে পাল্টাপাল্টি বিষয় নয়। আমাদের প্রতিদিনই কর্মসূচি আছে। আমাদের সম্মেলন হচ্ছে, বিএনপি তো সমাবেশ করছে না।

বিএনপিকে প্রশ্ন করতে সাংবাদিকদের আহ্বান জানিয়ে কাদের বলেন, তারা যে দেশে গণতন্ত্রের জন্য এতো উতলা হয়ে গেছে, তাদের ঘরে কেন গণতন্ত্র নাই। তারা ঘরে কেন গণতন্ত্রকে জিম্মি করে রেখেছে? এটা আমাদের বড় প্রশ্ন। এটার জবাব পাই না। তাদের দলের গঠনতন্ত্র থেকে তারা কেন সাত ধারা বাদ দিয়েছে? সাত ধারা আছে, কোনো নেতা যদি দুনীতিগ্রস্ত হয় তাহলে সে বিএনপির নেতা হতে পারবে না।

তিনি বলেন, খালি মাঠ পেলে বিএনপি যে কত নোংরা জায়গায় যে নামতে পারে, সন্ত্রাসকে কোন পর্যায়ে নিতে পারে, রাস্তা কাটে, রাস্তার পাশে গাছ কাটে, তাদের অগ্নিসন্ত্রাসে কত বাস পুড়েছে, কত ড্রাইভার পুড়েছে। তারা কত যাত্রীকে পুড়িয়ে মেরেছে, এতো নিষ্ঠুর রাজনীতি। খালি মাঠ পেলে তারা পারে না এমন কোনো কাজ নেই। কতগুলো ভূমি অফিস তারা পুড়িয়ে দিয়েছে। ৫০০ টি স্কুল তারা পুড়িয়েছে। এই হল বিএনপি। ষড়যন্ত্র ছাড়া আর কিছুই করতে পারে না। এরা এখন জানে, নির্বাচন হলে তারা শেখ হাসিনাকে হারাতে পারবে না। নির্বাচনে আওয়ামী লীগকে হারাতে পারবে না। তাদের কাছে একটাই পথ আছে, সেটা হলে অন্ধকারের পথ, ষড়যন্ত্র। সেই পথে তারা সরকার হঠাতে চাইছে, দেশেও তাদের মুরব্বি আছে, বিদেশেও আছে, তারা প্রচুর টাকা পয়সা বিভিন্ন সোর্স থেকে আজকে পাচ্ছে। ষড়যন্ত্রকারীদের বন্ধুর অভাব নেই।

সর্বশেষ - আন্তর্জাতিক