বুধবার , ২৯ নভেম্বর ২০২৩ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

বিএনপির অষ্টম দফার অবরোধ শুরু, স্বাভাবিক রাজধানী

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ২৯, ২০২৩ ১০:৫৪ পূর্বাহ্ণ

সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশব্যাপী বিএনপির অষ্টম দফার অবরোধ শুরু হয়েছে। শেষ হবে বৃহস্পতিবার সকালে। এরপর এদিন সকাল থেকেই সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচিও রয়েছে দলটির।

শুরুতে রাজধানীর কোনো এলাকায় অবরোধের তেমন প্রভাব দেখা যায়নি। তার মধ্যে- এয়ারপোর্ট রোড, প্রগতি সরণি, রামপুরা, মহাখালী, গুলশান, বনানীসহ বিভিন্ন সড়কে নির্বিঘ্নে ঘুরছে গাড়ির চাকা। তবে ঢাকা থেকে দূরাপাল্লার গাড়ি ছেড়ে যাওয়ার খবর পাওয়া যায়নি।

রাজধানীর নতুন বাজার এলাকায় কয়েকজন গাড়ির চালক ও সহকারীর জানান, সকাল থেকেই স্বাভাবিকভাবে গাড়ি চালাতে পারছেন। কোথাও কোনো বাধার মুখে পড়েননি। কমতি ছিলনা যাত্রীরও।

একই কথা জানান কয়েকজন সিএনজিচালিত অটোরিকশার চালকও। সড়কে মোটরযানের পাশপাশি রয়েছে রিকশাও।

এদিকে অবরোধকে কেন্দ্র করে রাজধানীতে পুলিশকে সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে। গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, এমনকি ফুট ওভার ব্রিজের ওপরে পুলিশের অবস্থান দেখা গেছে।

গত সাত দফায় বিএনপির অবরোধ-হরতাল কর্মসূচিতে মঙ্গলবার বিরতি রাখা হচ্ছে। এর বাইরে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও কর্মসূচি থাকে না।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড হবার পর থেকে ধারাবাহিকভাবে হরতাল-অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও তার সঙ্গে আন্দোলন করা ৩৯টি রাজনৈতিক দল।

একই দাবিতে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিলো বিএনপি ও সমমনা দলগুলো। ব্যাপক সহিংসতার মধ্যে সেই নির্বাচনে জিতে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ।

এবার ২০১৪ সালের মত একই দাবিতে আন্দোলন করছে বিএনপি। ফিরে এসেছে সংঘাতের পরিবেশ। যানবাহনে অগ্নিংযোগ আর নাশকতার ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে। মঙ্গলবারও ঢাকার বাইরে গাজীপুরে একটি ট্রাকে এবং বাগেরহাটের রামপালে বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। সবশেষ সোনারগাঁওয়ে একটি মালবাহী ট্রাকে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে। এতে ওই ট্রাকের চালক দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক