বিএনপির সঙ্গে জামায়াতের কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আজ সোমবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেসের সঙ্গে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আবদুল্লাহ মো. তাহের বলেন, বিএনপির সঙ্গে কোনো দূরত্ব আছে বলেও মনে করে না জামায়াত। ভবিষ্যতেও বিএনপির সঙ্গে এক সঙ্গে কাজ করবে তার দল।
তািনি আরও বলেন, আগামী নির্বাচন যেন সুষ্ঠু হয় সে বিষয়ে ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে আলাপ হয়েছে জামায়াতের আমিরের। দলের পক্ষ থেকে ব্রাজিলকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে।