বিএনপি ক্ষমতায় গেলে দেশ বিরাণ ভূমি হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘বিএনপি আইন মানে না, সংসদ মানে না। তাদের কোনো কথায় আপনারা কান দিবেন না। তারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।
আজ শনিবার (১২ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল-মামুন সরকার। বক্তব্য দেওয়ার সময় আল-মামুন সরকার অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল।
আজ দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ সম্মেলনের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। এ সময় তিনি কবুতর ও বেলুন ওড়ান।
এ সম্মেলনের প্রধান অতিথি উপস্থিত হন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে সম্মেলনটি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি উদ্বোধন করার কথা থাকলেও তিনি আসেননি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।