বুধবার , ৫ জুলাই ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

বিএনপি নির্বাচনে এলে আমরা সংলাপে প্রস্তুত: সালমান

প্রতিবেদক
Newsdesk
জুলাই ৫, ২০২৩ ৬:০৪ অপরাহ্ণ

বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে দলটির সঙ্গে সংলাপের হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তবে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

সালমান এফ রহমান বলেন, বিএনপি আলোচনায় এসে যদি নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করা এবং অন্যান্য বিষয় নিয়ে ‘গ্যারান্টি’ চান, সেসব নিয়ে আলোচনার জন্য প্রস্তুত রয়েছি আমরা।

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ ভবনে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমরা ডায়ালগ করতে সবসময় রাজি আছি। তার আগে উনাদের (বিএনপির) বলতে হবে যে, উনারা ইলেকশনে আসবেন। উনারা এখন বলতেছেন যে, কেয়ারটেকার গভর্মেন্ট না হলে তারা ইলেকশনে আসবে না।

‘আমি যেটা বলি যে, কেয়ারটেকার গভর্মেন্ট নিয়ে তো কোনো ডায়ালগ করতে পারি না। সুপ্রিম কোর্ট রায় দিয়ে কেয়ারটেকার সরকারকে অবৈধ বলে দিয়েছে। আমরা সংবিধান সংশোধন করে ফেলেছি। যেটা নিয়ে কোনো ডায়ালগ করার সুযোগ নেই।’

তবে তত্ত্বাবধায়ক সরকারের দাবি ছেড়ে অন্যান্য বিষয়ে গ্যারান্টি চাইলে সেসব নিয়ে আলোচনার সুযোগ আছে বলে জানান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সালমান এফ রহমান।

তিনি বলেন, ‘যখন তারা (বিএনপি) বলবে হ্যাঁ, আমরা ইলেকশনে অংশগ্রহণ করতে রাজি আছি, আমরা অংশগ্রহণ করব, কিন্তু আমাদের এই এই গ্যারান্টি দিয়ে দিতে হবে যে, ইলেকশন ফ্রি করার জন্য এটা দরকার-ওটা দরকার। ওই কথাগুলো বলার জন্য আমরা কিন্তু প্রস্তুত আছি।’

সালমান এফ রহমান বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনটা হবে। সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। তারপর যদি ইলেকশন কমিশনকে আরও শক্তিশালী করতে হয়, ডাকেন, ওটা নিয়ে যদি কথা বলতে চান, আমাদের কথা বলতে কোনো আপত্তি নেই। আমরা ডায়ালগ করতে রাজি আছি।,’

কিন্তু বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সংলাপ করতে চাচ্ছে, যেটা হবে না বলেও সাফ জানিয়ে দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

তিনি বলেন, ‘ওরা ডায়ালগ করবে কেয়ারটেকার সরকার কীভাবে হবে। কেয়ারটেকার সরকার তো হবে না। আমরা তো সেটা বলে দিয়েছি। সংবিধান সংশোধন হয়ে গেছে, আইনটা হয়ে গেছে। এখন এটা নিয়ে আমরা ডায়ালগ করতে পারব না।’

নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে এবং একটা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে জানান তিনি

সর্বশেষ - আন্তর্জাতিক