বৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

বিএনপি ভোটে এলে স্বাগত জানাবে আওয়ামী লীগ: কাদের

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ১৬, ২০২৩ ১:০৬ অপরাহ্ণ

সরকার পতনের এক দফা দাবিতে সহিংস আন্দোলন ত্যাগ করে বিএনপি ভোটে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ স্বাগত জানাবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা সবাইকে নিয়ে নির্বাচন করতে চাই। তাই এখনো আমরা সবাইকে নির্বাচনে আসার আহ্বান জানাই।

‘নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, সবাইকে নিয়েই এগিয়ে যেতে চাই। তবে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপিও যদি মত পরিবর্তন করে নির্বাচনে আসে তাহলে স্বাগত জানাবে আওয়ামী লীগ। বিএনপিকে বলবো, মত পাল্টে নির্বাচনে অংশ নিন। দরজা খোলা আছে।

বুধবার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

দ্বাদশ সংসদ নির্বাচন ৭ জানুয়ারিদ্বাদশ সংসদ নির্বাচন ৭ জানুয়ারি

তফসিল প্রত্যাখান বিএনপিরতফসিল প্রত্যাখান বিএনপির

তফসিলের আগে থেকেই সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনে রয়েছে বিএনপি। দলটির হরতাল-অবরোধের কর্মসূচি সহিংস রূপ নিয়েছে। প্রায় প্রতিদিনই বিভিন্ন বিভিন্নস্থানে যানবাহনে আগুন দেয়া হচ্ছে।

এমন অবস্থার মধ্যে বিএনপির বেশকিছু নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। আর অধিকাংশ নেতাকর্মী গা ঢাকা দিয়েছেন।

বিএনপির যে নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়েছে তা নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয় বলেও এদিন মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির নির্বাচন প্রতিহতের ঘোষণা নিয়ে শঙ্কা বা চিন্তায় নেই আওয়ামী লীগ।

‘নির্বাচন যারা প্রতিহত করবে দেশের জনগণই তাদের প্রতিহত করবে,’ বলেন তিনি।

সবাইকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সকলের জন্য নির্বাচনের দরজা খোলা আছে। আসুন, অংশগ্রহণমূলক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন।

নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানের মাধ্যমে একটি অর্থবহ সংসদ নির্বাচন করতে সমর্থ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

কাদের বলেন, নির্বাচন কমিশনের বিধিবিধান, গণতান্ত্রিক রীতিনীতি পালন করতে প্রতিশ্রুতি ব্যক্ত করছে আওয়ামী লীগ। নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে সহযোগিতা করা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক