সোমবার , ২৪ জানুয়ারি ২০২২ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

বিএসএমএমইউ’র আগুন নিয়ন্ত্রণে

প্রতিবেদক

জানুয়ারি ২৪, ২০২২ ২:৩৮ অপরাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ভবনের ১৪ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করেছে। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ২১ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে জানান, ১৭ তলা ভবনের ১৪ তলার ডি-ব্লকে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট অগ্নিনির্বাপণের জন্য ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি। অগ্নিকাণ্ডের পর ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অনেকে তাড়াহুড়ো করে নিচে নামার চেষ্টা করেন।

বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম বলেন, শর্টসার্কিট থেকে আগুন লেগেছিল বলে জানতে পেরেছি। আমি রাস্তায় আছি, হাসপাতালে যাচ্ছি। আমাদের লোকজন আগুন নিয়ন্ত্রণে এনেছে। ক্ষয়ক্ষতি বা ইনজুরি হয়নি।

সর্বশেষ - আন্তর্জাতিক