সোমবার , ৪ ডিসেম্বর ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

বিদেশিরা বুঝে গেছে ভোট শান্তিপূর্ণ হবে: কাদের

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ৪, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিদেশি বন্ধুরা বুঝে গেছে দেশে ভোট শান্তিপূর্ণ হবে। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে। এদেশে আমাদের অভিজ্ঞতা বলে, যে দল আন্দোলনে হারবে, সেই দল নির্বাচনেও হারবে। এটাই আমাদের এখানে অবধারিত।

সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ের তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

কাদের বলেন, ইতিমধ্যে জনগণের মধ্যে ভোটের যে ঢেউ আছে, তাতে তারা ভোট দিতে আসবেন। তাই ভোটার উপস্থিতি নিয়েও আমরা চিন্তিত নই। যারা নির্বাচন ব্যাহত করতে আসবে ভোটাররাই তাদের বাঁধা দেবেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন চোরাগুপ্তা হামলার পথ বেছে নিয়েছে। কিন্তু তাদের নির্বাচন ব্যাহত করার উদ্দেশ্য পূরণ হবে না। কিছু সহিংসতা তারা করছে, তবে সেটা নির্বাচনের ওপর কোনো প্রভাব ফেলবে না। তাদের নাশকতা কর্মকাণ্ড নির্বাচনী জোয়ারকে থামতে পারেনি।

এদিকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করবে আওয়ামী লীগ। এ উপলক্ষে অনুমতি চেয়ে ঢাকা মহানগর রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দিয়েছে দলটি। এ বিষয়ে কাদের বলেন, এখানে কোনো পাল্টাপাল্টি কর্মসূচি নেই।

অপরদিকে দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন আজ শেষ হলেও বিএনপির পক্ষ থেকে নির্বাচনে আসার ব্যাপারে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এখন পরিষ্কার যে বিএনপি সিদ্ধান্ত নিয়ে এই নির্বাচনে আসছে না। এখন আমরা কি করতে পারি! তারা স্বেচ্ছায় আসছে না। আমরা সংবিধান মেনে নির্বাচনে অংশ নিচ্ছি। পৃথিবীর গ্রহণযোগ্য গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হচ্ছে। আমরা জোর করে যাচ্ছি না। আমরা শান্তিপূর্ণ একটা নির্বাচন চাই।

এবারের নির্বাচনে ২৯টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে জানিয়ে কাদের বলেন, অনেকেই ভোটে অংশ নিয়েছে। দলগুলো যদি নিজেদের শক্ত করে দাঁড় করাতে পারে, তাহলে গণতন্ত্র শক্তিশালী হবে। আমরাও সেটা চাই।

এদিকে জোট শরীকদের আসন বণ্টন করতে আজ সন্ধ্যায় ১৪ দলের শীর্ষনেতারা গণভবনে বৈঠকে বসবেন। সূত্র জানিয়েছে, জোট শরীকদের একটি আসন ছেড়ে বাকি আসনগুলোতে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। বিরোধী দলেরও একটি আসন ছেড়েছে দলটি। কিন্তু ১৪ দলের অন্য শরীক বা মহাজোট শরীকদের আসন বণ্টন করেনি ক্ষমতাসীন দল।

এই বৈঠকের ব্যাপারে কাদের বলেন, ১৪ দলের সঙ্গে দীর্ঘদিন জোট ছিলো। এখন তারা আশা করতেই পারেন। যারা নির্বাচিত হওয়ার মতো যোগ্য, তাদের ছাড় দেওয়া যেতে পারে কিন্তু যারা যোগ্য নন, তাদের ছাড় দেওয়া ঠিক নয়।

সর্বশেষ - আন্তর্জাতিক