বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আজ (১৪ সেপ্টেম্বর) আবার বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। এদিকে, সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবে বড় ধরনের দ্বিমত নিয়েই জুলাই সনদের চূড়ান্ত কপি পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। সংবিধান সংশোধন নিয়ে ঐকমত্য কমিশনের ১৯টি বিষয়ের মধ্যে ১০টি তেই রয়েছে ভিন্নমত।
সংবিধানের সাথে সম্পর্কিত নয় এমন সংষ্কারগুলো এখন থেকেই বাস্তবায়নের ক্ষেত্রে একমত প্রায় সব রাজনৈতিক দল। তবে সংবিধান সংশোধন সংক্রান্ত কমিশনের ১৯টি বিসয়ের মধ্যে প্রধানমন্ত্রীর মেয়াদকাল, আইনসভা গঠন, দ্বি-কক্ষ্যবিশিষ্ট সংসদ, উচ্চ কক্ষ্যের গঠন, এখতিয়ার, সংসদে নারী প্রতিনিধিত্ব, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতির ক্ষমতা-দায়িত্ব, তত্ত্বাবধায়ক সরকার এমন গুরুত্বপূর্ন ১০ বিষয়েই ভিন্নমত রয়েছে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর। এছাড়া সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়েও দ্বিমত রয়েছে রাজনৈতিক দলগুলোর।












The Custom Facebook Feed plugin