রাজধানীর প্রগতি সরণীতে বাসের ধাক্কায় নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বাসের চালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ।
সোমবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে বাড্ডা থানার আনন্দনগর এলাকায় সার্জেন্ট টাওয়ারের পেছন থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- চালক মো. লিটন (৩৮) ও তার সহকারী মো. আবুল খায়ের। তাদের দুজনের বাড়ি ভোলা জেলায়।
এদিন সকালে খবরটি জানিয়েছেন ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আ. আহাদ।
এর আগে রোববার (২২ জানুয়ারি) এ ঘটনায় ভাটারা থানায় মামলা করেন নাদিয়ার বাবা জাহাঙ্গীর আলম।
রোববার দুপুরে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে ভিক্টর পরিবহনের বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান নর্দান বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাদিয়া। এই ঘটনায় বিক্ষুব্ধ সহপাঠীরা দুই ঘণ্টা বিমানবন্দর সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন। সোমবার দুপুরে চার দফা দাবিতে বিক্ষোভ করার কথাও রয়েছে তাদের।












The Custom Facebook Feed plugin