রাজধানীর যাত্রাবাড়ীর পর এবার মালিবাগে একটি শপিংমলে জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি সোনা চুরি হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, চোরচক্রের দুজন সদস্য বোরকা পরে এসে দোকানের তালা কেটে সোনা লুট করেছে।
বুধবার (৮ অক্টোবর) দিনগত রাতে মালিবাগের মৌচাক মোড়ে ফরচুন শপিংমলে দুর্ধর্ষ এ চুরির ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে মালিবাগের ফরচুন শপিংমলের ‘শম্পা জুয়েলার্স’ নামের একটি জুয়েলারি দোকানে দুর্ধর্ষ এ চুরির ঘটনা ঘটে।
সিসি ক্যামেরায় দেখা গেছে, চোরচক্রের দুজন সদস্য বোরকা পরে এসে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে বিপুল সোনা চুরি করে।
শম্পা জুয়েলারির মালিক অচিন্ত কুমার বিশ্বাস বলেন, ‘দোকানে ৪০০ ভরির মতো সোনার জুয়েলারি সাজানো ছিল। এছাড়া ১০০ ভরির মতো বন্ধকি সোনা ছিল। একই সঙ্গে ৪০ হাজার টাকার মতো নগদ ছিল। চোরচক্র সবকিছু লুটে নিয়ে গেছে।’
তিনি বলেন, ‘প্রতিদিনের মতো বুধবার রাত ৯টায় আমি দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে মার্কেটের দারোয়ানের মাধ্যমে খবর পেয়ে এসে দেখি আমার দোকানে কিছু নেই।’
এর আগে, ৫ অক্টোবর যাত্রাবাড়ীর একটি জুয়েলারি দোকান থেকে প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ পৌনে ৩ লাখ টাকা চুরি হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে, পুলিশ সিসি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।












The Custom Facebook Feed plugin