ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চরম ডানপন্থী জাইর বলসোনারোকে পরাজিত করেছেন সাবেক প্রেসিডেন্ট লুলা দা সিলভা।
সোমবার (৩১ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৫০ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে নির্বাচনে জয়লাভ করেছেন সিলভা। আর বলসোনারো পেয়েছেন ৪৯ দশমিক ২ শতাংশ ভোট।
‘তারা আমাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেছিল এবং আমি এখানে আছি,’ বিজয় ভাষণে বলেন লুলা।
বিজয় ভাষণে বলেছেন যে তিনি সব ব্রাজিলিয়ানেরর জন্য শাসন করবেন, কেবল যারা তাকে ভোট দিয়েছেন তাদের জন্য নয়।
তিনি বলেন, ‘এই দেশে শান্তি ও ঐক্য দরকার। জনগণ আর যুদ্ধ করতে চায় না।’
এই জয় লুলার জন্য একটি অত্যাশ্চর্য প্রত্যাবর্তন, কারণ তিনি ২০১৮ সালে কারাগারে থাকায় ওই বছরের রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে পারেননি। এর আগে ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন লুলা।
তবে জাইর বলসোনারো হেরে গেলেও তার ঘনিষ্ঠ আইনপ্রণেতারা কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, যার অর্থ লুলা আইনসভায় তার নীতির কঠোর বিরোধিতার মুখোমুখি হবেন।
এদিকে লুলার জয়ে বিশ্বনেতারা তাকে অভিনন্দন জানানো শুরু করেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক পোস্টে বলেন, দুই নেতা দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক নতুন করে ঠিক করবেন।
এ ছাড়া নির্বাচনে ফল ঘোষণার পরপরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লুলাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচন অবাধ, মুক্ত ও গ্রহণযোগ্য হয়েছে। লুলাকে আরও অভিনন্দন জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।












The Custom Facebook Feed plugin