মঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০২৪ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ব্রিটেনের রাজা চার্লস ক্যানসার আক্রান্ত

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ১০:০১ পূর্বাহ্ণ

ব্রিটেনের রাজা চার্লসের ক্যানসার ধরা পড়েছে। তবে কোন ধরনের ক্যানসারে তিনি আক্রান্ত হয়েছেন তা জানা যায়নি। সোমবার (৫ ফেব্রুয়ারি) বাকিংহাম প্রাসাদ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের।

বিবিসি জানায়, প্রোস্টেট বেড়ে যাওয়ায় চিকিৎসা নেয়ার জন্য জানুয়ারির শেষে রাজা চার্লস হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেসময় তার ক্যানসার ধরা পড়ে। তবে তিনি প্রোস্টেটের ক্যানসারে আক্রান্ত নন।

বাকিংহাম প্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, চিকিৎসায় সেরে ওঠার ব্যাপারে সম্পূর্ণ আস্থা রয়েছে ৭৫ বছর বয়সী রাজা চার্লসের। ক্যানসারে আক্রান্ত চার্লস জনসমক্ষে সব ধরনের দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন। তবে যত দ্রুত সম্ভব তিনি আবারও স্বাভাবিক দায়িত্ব পালনে ফিরবেন বলে আশাবাদী রাজা চার্লস।

মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ২০২২ সালের সেপ্টেম্বরে ব্রিটেনের রাজা হিসেবে অভিষেক হয় চার্লসের।

সর্বশেষ - আন্তর্জাতিক