প্রতিবেশী দেশ ভারতই আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে এবং টিকিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
গয়েশ্বর প্রশ্ন করেন, বিএনপি রিমোট কন্ট্রোল খালেদা জিয়া ও তারেক রহমানের হাতে। আর আওয়ামী লীগের রিমোট কার হাতে।
বিএনপির এই নেতা বলেন, আসলে সরকারকে ভারতই ক্ষমতায় রেখেছে তা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যে প্রমাণিত।
তিনি বলেন, ওবায়দুল কাদের বলেছিলেন, সারাবিশ্বের মানুষ ষড়যন্ত্র করছিল, তখন ভারত যদি আমাদের পাশে না থাকত এই নির্বাচন করতে পারতাম না। তার মানে আওয়ামী লীগের কাছে গণতন্ত্র হচ্ছে অব দ্য ভারত, বাই দ্য ভারত, ফর দ্য ভারত।
সরকারের পায়ের নিচে মাটি নেই- মন্তব্য করে গয়েশ্বর বলেন, বাংলাদেশ আজকে ভারতের কাঁটাতারে ঝুলছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বও ফেলানীর মত ভারতের কাঁটাতারে ঝুলছে। এখান থেকে মুক্তি পেতে হবে।
বিএনপির নেতাকর্মীরা লড়াই করে এই সরকারকে হটাবে বলেও দাবি করেন বিএনপির এই নেতা। বলেন, আন্দোলন করতে গিয়ে বিএনপির নেতারা ক্লান্ত, তবে হতাশ নয়।
খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে এদিনের সমাবেশ আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।