ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দাপুটে জয় পেলো বাংলাদেশ। সেই সঙ্গে প্রথমবারের মতো ওয়ানডে ফরম্যাটে ভারতের বিপক্ষে জয় পেল টাইগ্রেসরা।
রোববার মিরপুর শের-ই বাংলায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে কোনোরকমে ১৫০ পার হয় বাংলাদেশের। বৃষ্টি বাধায় ৪৪ ওভারে নেমে আসা ম্যাচটিতে ১৫২ রানের বেশি সংগ্রহ করতে পারেনি নিগাররা।
জবাবে মারুফা আক্তারের চার এবং রাবেয়া খানের তিন উইকেটের সুবাদে ভারতের ইনিংস থামে ১১৩ রানে। এর মধ্য দিয়ে ৪০ রানের জয়ে মিরপুরে ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা।
জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৪ ওভারে ১৫৪ রান। ব্যাটিংয়ে নেমে মারুফা খাতুনের গতি আর রাবেয়া খানের লেগ স্পিনে বিভ্রান্ত হয়ে ৩৫.৫ ওভারে ১১৩ রানেই অলআউট হয় ভারত।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৪০ রানের জয়ে ৪ উইকেট নেন মারুফা। আর ৩ উইকেট নেন রাবেয়া।
সবশেষ টি-টোয়েন্টি ম্যাচেও জয় পায় বাংলাদেশ। সেই হিসেবে সীমিত ওভারের দুই সংস্করণ মিলিয়ে পরপর দুই ম্যাচেই জয় পেল নিগার সুলতানারা।