সোমবার , ১৫ জানুয়ারি ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ভারতে পৌষমেলায় ঘুরতে গিয়ে ১০ বাংলাদেশির জেল

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১৫, ২০২৪ ৪:৩৬ অপরাহ্ণ

ভারতের ত্রিপুরা রাজ্যে পৌষমেলায় ঘুরতে গিয়ে বিএসএফের হাতে আটক বাংলাদেশি ১০ যুবকের জেল হয়েছে।

আটক ১০ জন হলেন মো. শামসুদ্দিন, আব্দুস সালাম, মো. সুমন, মো. বেলাল, আব্দুল জলিল, আল আমিন, মো. সোহেল, মো. হাসান, মো. ইসমাইল ও মো. রবিউল।

তাদের বাড়ি রাঙামাটির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নে।

আটক করার পর তাদের ভারতীয় আদালতে তোলা হয়। এসময় অনুপ্রবেশের দায়ে প্রত্যেককে ভারতীয় আইন অনুযায়ী ২৫ দিন করে হাজতবাসের রায় দেন আদালত।

জানা গেছে, প্রতি বছর খাগড়াছড়ি জেলার পানছড়ি দিয়ে পাহাড় জঙ্গল পাড়ি দিয়ে অনেক বাংলাদেশি অবৈধভাবে ত্রিপুরা রাজ্যের পৌষমেলায় ঘুরতে যান। বরাবরের মতো এবারও ঘুরতে গিয়েছিলেন তারা।

আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় মিত্র চাকমা বলেন, ভারতে অনুপ্রবেশের অভিযোগে আমার ইউনিয়নের ১০ যুবককে গত ১৩ জানুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করে। পরে ভারতীয় আদালত তাদের ২৫ দিন করে জেল দেন।

সর্বশেষ - আন্তর্জাতিক