জাতীয় পার্টির দাবি মেনে ভোটের তারিখ পেছানো হলে আওয়ামী লীগ আপত্তি করবে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, ‘জাতীয় পার্টি নির্বাচন পেছানোর দাবি করেছে। এটা নির্বাচন কমিশনের বিষয়। তারা যদি করে আওয়ামী লীগের আপত্তি নাই।’
কমনওয়েলথের প্রাক নির্বাচনী দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে বুধবার তেজগাঁওয়ের আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।
গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট হবে ৭ জানুয়ারি।
এদিকে রোববার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন পেছানোর অনুরোধ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্টপোষক রওশন এরশাদ।
এদিন আসন্ন ভোটে বিভিন্ন রাজনৈতিক দলে অংশগ্রহণ করা ও না করার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, ‘একটা দল না আসলেই নির্বাচন অংশগ্রহণ মুলক হবে না, এটা ঠিক না। বাকি দলগুলোকে উপেক্ষা করবেন কীভাবে।’
বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবিতে হরতাল অবরোধের কর্মসূচিতে অনড় রয়েছে বিএনপি ও তাদের সমমনা দলগুলো।
নির্বাচনের তফসিলও প্রত্যাখ্যান করে ভোট বয়কটের ঘোষণা দিয়েছে বিএনপি। তাদের চলমান আন্দোলন সহিংস রূপ ধারণ করেছে। প্রতিদিনই দেশের বিভিন্নস্থানে যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটছে।
যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। তাই যারা সন্ত্রাসী কাজ করছে, নিষেধাজ্ঞা এলে তাদের ওপর আসবে।